করোনার ঘাঁটিতে শাওমির কার্যক্রম শুরু

৩১ মার্চ, ২০২০ ১৫:২৭  
করোনার ঘাঁটি উহান শহরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে চীনা স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি শাওমি। গত ২০ জানুয়ারি কোভিড-১৯ মহামারিতে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ায় সদর দফতরটি বন্ধ করে দিয়েছিলো। গিজমোচিনা এক প্রতিবেদনে জানিয়েছে, এই স্মার্টফোন কোম্পানিটি "মহামারী যত্ন প্যাকেজ" হিসাবে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার এবং একটি লাল খাম প্রদান করে প্রথম ব্যাচকে সাইটে পাঠিয়েছে। টেক জায়েন্টের এ কোম্পানিটি জানিয়েছে, করোনাভাইরাস মহামারীর মোকাবেলায় কঠোর প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসাবে কিছু পদক্ষেপ গ্রহণ করেছি, যেমন দুটি টিম তাপমাত্রা পরিমাপ ব্যবস্থা হিসাবে, দুটি টিম মাক্স প্রদান এবং একটি টিম খাবার বিতরণের কাজ করবে। উহান শহরে অবস্থিত শাওমির এ প্রধান উৎপাদন কেন্দ্রতে প্রায় ২,৪০০ থেকে ৩,০০০ কর্মচারীরা এক সাথে কাজ করতে পারে।